শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

টেলি সামাদের মৃত্যুর ১ বছর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ৮:৫২ পিএম

ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা টেলি সামাদকে ছাড়া কেটে গেল একটি বছর। আজ সোমবার তার প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে গত বছরের ৬ই এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান টেলি সামাদ। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া।

বর্তমান বৈশ্বিক সংকটের কথা ভেবে তার মৃত্যুবার্ষিকীতে কোনো আয়োজন করা হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। টেলি সামাদের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কন্যা সোহেলা সামাদ কাকলী।

টেলি সামাদের প্রকৃত নাম আব্দুল সামাদ। ১৯৭৩ সালে ‘কার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। ‘কার বউ’ তার অভিনীত প্রথম সিনেমা হলেও দর্শকদের কাছে তিনি পরিচিতি পান আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবির মাধ্যমে। দীর্ঘ চল্লিশ বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ছয় শতাধিক সিনেমায়। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা টেলিসামাদ সংগীতেও সমান পারদর্শী ছিলেন। পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে গান করেন টেলিসামাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
এ বি এম কুদ্দুস আহমেদ ১৪ মে, ২০২০, ৪:৫৫ এএম says : 0
May Allah bless him.
Total Reply(0)
এ বি এম কুদ্দুস আহমেদ ১৪ মে, ২০২০, ৪:৫৭ এএম says : 0
May Allah bless Teli Samad
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন