শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৯ থেকে ১৭ নম্বরে মুকেশ আম্বানি

২ মাসে ১৫ লাখ কোটি রুপি লোকসান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস ও লকডাউনের ফলে গত দু’মাসে ১৫ লাখ কোটি রুপির লোকসান হয়েছে ভারতের ধনীতম ব্যক্তি রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ লাখ কোটি রুপিতে। এর আগে বিশ্বে ধনীদের তালিকায় ৯ নম্বরে ছিলেন আম্বানি। এই লোকসানের ফলে আট ধাপ পিছিয়ে ১৭ নম্বরে চলে গেছেন তিনি। তবে তিনিই বিশ্বের সেরা ১০০ ধনীদের তালিকায় একমাত্র ভারতীয়। লোকসান হয়েছে ভারতের আরও তিন শিল্পপতি গৌতম আদানি, শিব নাদার ও উদয় কোটাকের। আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির লোকসানের পরিমাণ ৫ লাখ কোটি রুপি। এইচসিএল টেকনোলজিসের মালিক শিব নাদারের লোকসান হয়েছে ৪ লাখ কোটি রুপির। কোটাক গ্রুপের মালিক গৌতম কোটাকের ৩ লাখ কোটি রুপির লোকসান হয়েছে। এই লোকসানের ফলে তারা তিনজনেই বিশ্বের ধনীদের তালিকায় প্রথম ১০০ জনের বাইরে বেরিয়ে গিয়েছেন। মুকেশ আম্বানি ছাড়া বিশ্বের শিল্পপতিদের প্রথম দশের তালিকায় থাকা কার্লোস স্লিম, বিল গেটস, মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ, সার্জে ব্রিন ও মাইকেল বøমবার্গও ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে বিশ্বের সেরা ধনী হলেন অ্যামাজনের মালিক জেফ বেজোস। এই দু’মাসে ৯ শতাংশ কমলেও তার সম্পত্তির পরিমাণ ১০০ কোটি কোটি রুপি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিল গেটস। ১৪ শতাংশ লোকসান হয়ে তার বর্তমান সম্পত্তির পরিমাণ ৬৯ লাখ কোটি রুপি। টাইমস অব ইন্ডিয়া, দি ওয়াল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mohammad Ruhan Sarkar ৭ এপ্রিল, ২০২০, ৬:৫৯ এএম says : 0
In this CoViD19 situation across the world, it is very normal to decrease their wealth.
Total Reply(0)
মোঃ আশরাফ-উল আলম ৭ এপ্রিল, ২০২০, ৯:৩৪ এএম says : 0
বিশ্বের শীর্ষ ধনীর তালিকা দেখি মাঝেমধ্যেই প্রকাশিত হয়। এটা করে লাভ কী?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন