শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা’র উপসর্গ নিয়ে তিনজন খুমেকের আইসোলেশনে ভর্তি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ৯:৪১ পিএম

শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে তিনজনকে ভর্তি করা হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর সোনাডাঙ্গা ও পাইকগাছা উপজেলার দুইজনসহ মোট তিনজন খুমেক হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন। সিনিয়র চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণ করছেন।
এদিকে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ও তাদের সংস্পর্শে আসা নতুন ২৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর ছাড়পত্র পেয়েছেন ৪১ জন। এছাড়া বিভাগটিতে মোট কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৯৩৬ জন। আর ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৮ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন