শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লাশের গাড়িতে ইয়াবা করোনায়ও মাদকের কারবার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১০:০৩ এএম

করোনায়ও থেমে নেই মাদকের কারবার। সাইরেন বাজিয়ে দ্রুত ছুটে চলা লাশবাহী অ্যাম্বুলেন্সে পাওয়া গেল ইয়াবার চালান।
কক্সবাজার থেকে চট্টগ্রাম আনার পথে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আঞ্জুমান অ্যাম্বুলেন্স সার্ভিস লেখা লাশবাহী গাড়িটিও জব্দ করা হয়েছে।

কক্সবাজার ডিবি পুলিশের তথ্যমতে, লাশবাহী গাড়িতে মাদক কারবারিরা ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন সংবাদ পেয়ে গতকাল
লিংক রোড এলাকা থেকে চালানটি জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত তিনজনকে আটক করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া সাংবাদিকদের জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক রোহিঙ্গার লাশ নিয়ে আসে এম্বুলেন্সটি। পরে লাশটি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দেয়। ফেরার পথে উখিয়া টিভি স্টেশনের পাশের আক্তার কামাল নামে এক রোহিঙ্গার বাড়ি থেকে ইয়াবার চালান নিয়ে এম্বুলেন্সে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় পাচারকারীরা। এ ঘটনায়
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া মধ্যমপাড়া বাসিন্দা ইউসুফ আলীর ছেলে আব্দুস শুক্কুর সাইফুল (২৬), ভোলা তজুমুদ্দিন কোরালমারা এলাকার খাসেরহাট বাংলাবাজারের পাশের লামচি বাসিন্দা মমতাজ মিয়ার ছেলে মো. সোহাগ (২৩) ও চট্টগ্রামের সাতকানিয়া পূর্ব নলুয়া মরফলা মোনাবর বাড়ি, কাশেম মেম্বারের এলাকার বাসিন্দা মরহুম মো. সফির ছেলে মো. ইলিয়াছকে (৩০) গ্রেফতার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন