বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

এবার ঢাকা ছেড়ে গেলেন রাশিয়ার ১৭৮ নাগরিক

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১১:৩৮ এএম | আপডেট : ৮:৫৬ পিএম, ৭ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের আশঙ্কায় যুক্তরাষ্ট্র, জাপান, ভুটান, মালয়েশিয়ারর পর এবার ১৭৮ জন রাশিয়ান নাগরিকও ঢাকা ছেড়ে গেলেন। এদের অধিকাংশই রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকৌশলী ও কর্মকর্তা। সোমবার সন্ধ্যা পেগাস ফ্লাই নামের রাশিয়ান বিমানের একটি বিশেষ ফ্লাইটে (চাটার্ড) তাদের বহনকারী ইও-২৫৮৪ ফ্লাইটটি মস্কোর উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। অবশ্য আগের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীসহ অন্যান্য বিশেষজ্ঞ রাশিয়ান নাগরিকরা ফিরে যাচ্ছেন। সিভিল এভিয়েশন সূত্র জানায়, রোববার রাতেই তারা রুপপুর থেকে ঢাকায় পৌঁছান। এরপর ফেরার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন