শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১:৩৬ পিএম

মঙ্গলবার সকালে বিরল উপজেলা চত্বরে কৃষি প্রশিক্ষন কেন্দ্রে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে করোনা ভাইরাস কেভিড-১৯) পরিস্থিতি এবং ত্রাণ সর্ম্পকে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি। এসময় তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। জনপ্রতিনিধিদের জনগনের পাশাপাশি থাকতে হবে। সরকারের দেয়া ত্রাণ কার্যক্রম যেন সুষ্ঠ ভাবে পরিচালিত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ পরিস্তিতে যেন কেউ গুজব বা অপপ্রচার না ছড়ায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিতি ছিলেন।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন