বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৩:০৩ পিএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়া নিয়ে প্রথমবারের মতো বৃহস্পতিবার (৯ এপ্রিল) আলোচনায় বসতে পারে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা। ফ্রান্সের একটি অনলাইন গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ ব্যাপারে যুক্তরাষ্ট্র, চীনসহ আরো ৯টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা নিয়ে বৈঠকের দিন ঠিক করা হয়েছে বৃহস্পতিবার।
তবে ওই বৈঠকে করোনা নিয়ে কী ধরনের আলোচনা হতে পারে, সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি।
উল্লেখ্য, এরই মধ্যে সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৪,৬৯৭ জন ব্যক্তি। বর্তমানে চিকিৎসাধীন আছে ৯ লাখ ৯৩ হাজার একশ ছয়জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছে ৪৭ হাজার দু'শ ৫৫ জন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন