শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে ২২জনের নমুনা পরীক্ষায় কারো করোনা নেই

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৩:১৩ পিএম

যশোরে মঙ্গলবার পর্যন্ত জেলার কোথাও করোনা ভাইরাসে আক্রান্তের খবর নেই। মোট ৪৭জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়েছিল, রিপোর্ট পাওয়া গেছে মোট ২২জনের। তাদের সবারই রিপোর্ট নেগেটিভ। কারো করোনা ভাইরাসের উপস্থিতি নেই।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন মঙ্গলবার দুপুরে এই তথ্য দিয়ে জানান জেলায় নতুন করে ৩১জনসহ মোট ২হাজার ৫শ’ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ৭০জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ জানিয়েছেন, সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত প্রত্যাগত প্রত্যেক ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে ৫৪জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, কেউ কোন গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন