বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশে আরো ১০টি ল্যাব স্থাপনের কাজ চলছে -স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৬:৩৩ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা পরীক্ষায় এ পর্যন্ত ১৭ থেকে ১৮টি ল্যাব স্থাপন করা হয়েছে। আরো ১০টি ল্যাব স্থাপনের কাজ চলছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ওষুধাগারে দেশের বিভিন্ন উপজেলার মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের জিপগাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান।

তিনি বলেন, যত বেশি করোনা টেস্ট করা হবে তত বেশি শনাক্ত করে সংক্রমণ রোধ করা সম্ভব হবে। মাঠ পর্যায়ে চিকিৎসকদের এখন পর্যন্ত সাড়ে পাঁচ লাখ পিপিই বিতরণ করা হয়েছে।

এ সময় চিকিৎসকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯৭টি জিপ বিতরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই জিপ ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, স্বাস্থ্যসেবার মান বাড়াতেই এসব গাড়ি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন