শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফুলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৭:৩৬ পিএম

ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দা মোড় ও আমুয়াকান্দা বাজারে দোকান খোলা রেখে সংক্রমণ বিধি অমান্য করার কারণে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ জরিমানা করেন।

দোকান খোলা রেখে সংক্রমণ বিধি অমান্য করে সংক্রমণব্যাধি ছড়ানোর সহযোগিতার অপরাধে দন্ডবিধির ২৬৯ ধারায় আমুয়াকান্দা মোড় ব্রীজ সংলগ্ন ঢাকা সুইটমিটকে ১০ হাজার টাকা ও আমুয়াকান্দা মসজিদ রোডে ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাথে সাথে তা আদায় করা হয়।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ ও স্কাউট সদস্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন