শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাইলট যখন ডেলিভারি ভ্যানচালক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে হাজার হাজার এয়ারলাইনসের কর্মী তাদের চাকরি হারিয়েছেন। এয়ারলাইনসগুলোর শত শত উড়োজাহাজ এখন পড়ে আছে বিমানবন্দরগুলোর হ্যাঙ্গারে। এমনকি বন্ধ হয়ে গেছে অনেক বিমানবন্দর। ব্রিটিশ এয়ারওয়েজের এরকম এক পাইলট এখন কাজ করছেন দেশের এক বড়ো সুপারস্টোর চেন টেসকোর ডেলিভারি চালক হিসেবে। পাইলট পিটার লগিন সোমবার এ নিয়ে টুইটারে এক পোস্টে লেখেন, সেভেন-ফোর-সেভেনের চাবি আপাতত ঝুলিয়ে রেখেছি। এখন ফিরে এসেছি টেসকোর ভ্যানের ককপিটে। পিটার লগিনের টুইটার প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি ম‚লত একজন পাইলট। কাজ করেছেন ব্রিটিশ এয়ারওয়েজে। এর আগে ছিলেন থমাস কুক নামের এক বড়ো পর্যটন কোম্পানিতে, যেটি কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেছে। পিটার যে লকডাউনের মধ্যে টেসকোর ডেলিভারি ড্রাইভারের কাজ বেছে নিয়েছেন, সেজন্য বহু মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। বিবিসি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Saiful Khandakar ৮ এপ্রিল, ২০২০, ১০:৪৫ এএম says : 0
good & thanks
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন