শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তাবিব-এ নুর নিষিদ্ধ

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় হকি দলের সাবেক স্টপার তাবিব-এ নুর কে দু’বছরের জন্য নিষিদ্ধ করেছে প্রিমিয়ার হকির দল বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। গতকাল এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ এসসি’র সাধারণ সম্পাদক হাজী মো. হুমায়ুন। তিনি বলেন, ‘এবারের প্রিমিয়ার হকি লিগ চলাকালে আমার ক্লাবের খেলোয়াড়দের মধ্যে গ্রæপিং সৃষ্টি করা এবং দলের অধিনায়ক হওয়া সত্তে¡ও মাঠে খেলতে না আসায় তাবিব কে দু’বছরের জন্য নিষিদ্ধ করেছি আমরা।’
চলতি মাসের শুরুতে শেষ হওয়া গ্রীণডেল্টা প্রিমিয়ার হকি লিগে বেশ চমক দেখায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। ভালোমানের স্থানীয় তারকা ও পাকিস্তানি খেলোয়াড়দের তাঁবুতে ভিড়িয়ে ঘোড়ার গাড়ীতে চড়ে দলবদলও করে তারা। স্থানীয়দের মধ্যে উল্লেখযোগ্য তাবিব-এ নুর। অভিযোগ আছে, প্রথম পর্বে দুর্দান্ত খেললেও তাবিরের গ্রæপিংয়ের কারণেই শেষ দিকে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ক্লাবটি। হাজী হুমায়ুনের কথা, ‘তাবিব এ নুর আমাদের দলের অধিনায়ক ছিলেন। অথচ দলের মধ্যে গ্রæপিং তৈরী করে রাখতেন। অন্য খেলোয়াড়দের বলতেন, মাঠে যাওয়ার দরকার নেই। না খেলেও টাকা পাওয়া যাবে। শুধু তাই নয়, দুর্দান্ত পারফরম্যান্স করে যখন আমরা সুপার সিক্সে উঠি, সে সময় পাঁচ ম্যাচের চারটিতেই সে খেলতে আসেনি মাঠে। ফলে লিগে শেষ দিকে আমরা তাবিব-এ নুরকে দু’বছরের জন্য নিষিদ্ধ করি। ফলে তিনি অন্য কোথাও খেলতে পারবেন না। হকি ফেডারেশনের অন্তর্ভুক্ত সব টুর্নামেন্ট থেকেই তিনি এখন বহিষ্কৃত। বিষয়টি আমরা ফেডারেশনকে জানিয়েছি। আশাকরি আমাদের সিদ্ধান্তেই সম্মতি প্রকাশ করবেন ফেডারেশনের কর্মকর্তারা। আগামীকাল লিগ কমিটির সভায় তাবিবের বিষয়টি উত্থাপিত হবে এবং আমাদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন