বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে চার মেট্টিক টন চাল জব্দ আটক ২

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

যশোরে কালোবাজারে বিক্রি করা খাদ্য অধিদফতরের চার মেট্টিক টন চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে সদর উপজেলার সানতলা এলাকার একটি গুদাম থেকে ওই চাল জব্দ করা হয়। 

ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের ফজর আলী মোল্লার ছেলে রাকিবুল হাসান ও শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে হাসিবুল হাসান।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মারুফ আহম্মেদ জানান, গোপনে সংবাদের ভিত্তিতে যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার সানতলা এলাকার একটি গুদামে সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা হয় পঞ্চাশ কেজির ৮০ বস্তা (চার হাজার কেজি) খাদ্য অধিদফতরের সিলযুক্ত চাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন