শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে ৪৮ জনের নমুনা পরীক্ষা সবাই করোনা নেগেটিভ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

করোনায় আবারো সুখবর পেল চট্টগ্রাম। ৪৮ জনের নমুনা পরীক্ষায় কারো সংক্রমণ পাওয়া যায়নি। সবগুলো নেগেটিভ বলে জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি। মঙ্গলবার রাত দশটার দিকে তিনি বলেন, গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয় ।
রাত দশটা পর্যন্ত ৪৮ জনের টেস্ট শেষ হয়েছে। বাকি নমুনা বুধবার টেস্ট করা হবে।
চট্টগ্রামের ফৌজদারহাটের করোনাভাইরাস সনাক্ত করণ ল্যাবে এটা এ পর্যন্ত সর্বোচ্চ নমুনা পরীক্ষা। এ নিয়ে গত কয়েক দিনে চট্টগ্রামে ২১০জনের নমুনা পরীক্ষা হলো। এ পর্যন্ত করোনা সংক্রমণ পাওয়া গেছে দুই জনের।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
চট্রগ্রামবাসিদের করোনা ভাইনাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা করার জন্য লকডাউন আরো জোরদার এবং আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন