শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

করোনা মোকাবিলায় ১০০ কোটি ডলার দান করলেন টুইটার প্রতিষ্ঠাতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ২:৪৯ পিএম

বিশ্বজুড়ে করোনা মহামারির তাণ্ডব চলছে। আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ছাড়িয়েছে গেছে। দুনিয়ার ২০৬টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় লকডাউনের পথে এগিয়েছে অধিকাংশ দেশ। ফলে করোনা মহামারি নিয়ে এসেছে বিশ্বজুড়ে খাদ্যের অভাব। শুরু হয়েছে মানবিক বিপর্যয়। কাজ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। এই অতিমারির মোকাবিলায় পৃথিবীর বিত্তশালী ব্যক্তিদের অনেকেই বাড়িয়েছেন সাহায্যের হাত। সেই দলে রয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এবং মোবাইল আর্থিক সেবা অ্যাপ স্কয়ারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তিনি মহামারি করোনা মোকাবিলায় ১০০ কোটি ডলার দান করছেন। এক টুইট বার্তায় তিনি এই ঘোষণা দিয়েছেন। জ্যাক ডরসির দেওয়া তথ্য অনুযায়ী, এই অর্থ তার মোট সম্পত্তির ২৮ শতাংশের সমান।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, টুইটারে এই ঘোষণা দিয়ে ডরসি লিখেছেন, ‘প্রয়োজনীয়তা ক্রমবর্ধমান হারে আরও জরুরি হয়ে পড়েছে। তবে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে কোথায় এই বিপুল পরিমাণ এই অর্থ সহায়তা করা হবে এ নিয়ে কিছু জানাননি টুইটার প্রতিষ্ঠাতা।

করোনায় আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা সবচেয়ে বিপর্যস্ত। দেশটিতে ইতোমধ্যে ভেন্টিলেটর, পিপিইসহ চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। এছাড়া দেশটির মানুষ ও ব্যবসায় খাত অর্থনৈতিকভাবে বেশ সংকটের মুখে পড়েছে। তাই এই সহায়তা যুক্তরাষ্ট্রেই হওয়ার সম্ভাবনা বেশি।

টুইটার এবং স্কয়ার উভয়ের ৪৩ বছর বয়সী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি এই অর্থ স্কয়ারে থাকা তার শেয়ার বিক্রির মাধ্যমে জোগাড় করবেন। তারপর স্টার্ট স্মল ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থ মহামারি করোনাভাইরাস মোকাবিলায় খরচ করা হবে।

জ্যাক ডরসির আগে করোনার চিকিৎসা আবিষ্কারে ৩০ মিলিয়ন অনুদান দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এছাড়া করোনাকালে যারা খাবারের জন্য লড়াই করছেন তাদের জন্য ১০০ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দেন অ্যামাজনের জেফ বেজোস। তালিকায় আছেন অ্যাপলের সিইও টিম কুকও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন