শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুড়িগ্রামে ২১ জনের নমুনা সংগ্রহ

এদের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ, ১৮ জনের রিপোর্ট এখনও আসেনি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৪:২১ পিএম

করোনা সন্দেহে কুড়িগ্রামে এখন পর্যন্ত ২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও রিপোর্ট পাওয়া গেছে মাত্র ৩ জনের। এ ৩ জনেরই রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৯ জন সহ মোট ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে ৩৫৭ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে জ্বর, কাশিসহ করোনা উপসর্গ থাকার সন্দেহে মোট ২১ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের রিপোর্ট নেগেটিভ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন