বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরার সাথে পার্শ্ববর্তী জেলার যান ও জনচলাচল নিষিদ্ধ

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৫:২৩ পিএম

সাতক্ষীরা জেলার সাথে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্তে যানবাহন ও জনচলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রোগীবাহি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মালামালবহনকারি যানবাহন চলাচল করতে পারবে। তিনি আরো জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন