শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বালিয়াকান্দিতে করোনা প্রাদুর্ভাবে ঘরে ঘরে নিম পাতা

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৫:৩৬ পিএম

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বিভিন্ন বাড়ীর ঘরের দরজায় দরজায় ও দোকান পাট গুলোতে নিম পাতা ডাল ঝুলিয়ে রেখেছে এলাকাবাসীর লোকজন। উপজেলার বহপুর ইউনিয়নের শান্তি মিশন এলাকায় বুধবার সকালে প্রতিটি বাড়ীর ঘরের দরজা, খাটের সাথে ও মানুষের হাতে হাতে নিমের পাতা ও নিমের ডাল দেখা মেলে। শান্তি মিশনের নিম অর্গানিকের প্রডাক্টশন ম্যানেজার আবু নাঈম জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে আমরা ফ্যাক্টারী বন্ধ করে রেখেছি। নিমের তৈরীকৃত প্রসাধনীর বর্তমান ব্যাপক চাহিদা থাকলেও দিতে পারছি না। এলাকার লোকজন শান্তি মিশনে এসে নিমের পাতা নিয়ে তাদের বাড়ীর ঘরের দরজায় ও দোকানের সামনে ঝুলিয়ে রেখেছেন। তবে নিম পাতায় ভাইরাস প্রতিরোধে কাজ করবে বলে আমি আশা করছি। ফ্যাক্টারীর ম্যানেজার ইসমাইল জানান, আমরা এলাকার মানুষের কথা চিন্তা করে রবিবার সকাল থেকে তিনশত পরিবারের বাড়ীর ঘরের দরজায় ও দোকানে বিনা মূল্যে নিমের পাতা ও ডাল বিতারণ করেছি। এখবরে বিভিন্ন গ্রাম এলাকা থেকে নিমের পাতা ও ডাল নিতে শান্তি মিশনে ছুটে আসছেন সাধারণ মানুষেরা। বহরপুর গ্রামের সুবল সরকারের স্ত্রী আরতী সরকার জানান, নিম ভাইরাস প্রতিরোধে কার্যকরীতা সুফল পাবো বলে আমরা ঘরের দারজায় নিমের ডাল ঝুলিয়ে রেখেছি। কামনা সরকার জানান, বাংলাদেশ নিম ফাউন্ডেশনের উদ্যোগে অনেক বাড়ীতেই নিম পাতা ও নিমের ডাল বিতরণ করা হয়েছে। আমরা আশা করছি নিমের পাতার ভাইরাস থেকে মুক্তি পাবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন