শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে আরো একজন করোনা রোগী শনাক্ত: আক্রান্তের সংখ্যা এখন ৫

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৫:৪২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই রোগীর নাম সুলতান মাহমুদ(৩৫)। তার বাড়ি কালিন্দী ইউনিয়নের বরিশুড় গ্রামে। এই নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখান পাঁচজন। সুলতান মাহমুদ তিনি কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকদিন আগে তার নমুনা সংগ্রহ করিয়েছিলেন। আজ বুধবার(৮এপ্রিল) বিকেল ৩টায় ঢাকা থেকে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলাফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে আসে।এতথ্যটি নিশ্চিত করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসোইন জানান,তারা ১৬জনের নমুন সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিলেন। এদের মধ্যে একজনের করোনা শনাক্ত রিপোর্ট এসেছে। তাদের নমুনা সংগ্রহ পরীক্ষায় এপর্যন্ত তিনজন করোনা শনাক্ত হয়েছেন। বাকী দুইজন তারা ঢাকা থেকে নমুনা পরীক্ষা করিয়ে তারা করোনা শনাক্ত হয়েছেন। তারা প্রতিদিনই সন্দেহভাজন মানুষের নমুনা সংগ্রহ করছেন। করোনা রোগী শনাক্ত হওয়ায় শুভাঢ্যা পুর্বপাড়া দেওয়ান বাড়ি ও জিনিজিরা ইউনিয়নে লকডাউন চলছে। এদিকে গত শনিবার(৫এপ্রিল) জিনজিরা মডেল টাউন এলাকায় গোলাম মোস্তফা(৬৫) নামে এক করোনা রোগে শনাক্ত হয়। পরের দিন রোববার(৬এপ্রিল) দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা পুর্বপাড়া দেওয়ান বাড়ি এলাকায় মোঃ মজিবর রহমান(৬৮) নামে এক ব্যক্তি করোনা রোগে শনাক্ত হয়। একই দিন কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের জিনজিরাবাগ এলাকায় নুরে আলম ঢালী ওরফে নোমান(৩৫) একং চররঘুনাথপুর গ্রামে মোঃ সাহাবুদ্দিন(৪৭) নামে দুই ব্যক্তি করোনা রোগে শনাক্ত হয়। অপরদিকে কেরানীগঞ্জে এখনো ৫৩জন হোম কোয়ারেন্টাইনে আছে। ইতিমধ্যে ১০৫জন হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন