শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মালিক শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনার দাবি

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৭:১৮ পিএম

করোনার সংক্রমণরোধে গত ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশে পরিবহন সেক্টর বন্ধ। এতে দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় ৫শ’ কোটি টাকা। এই বিশাল ক্ষতির কথা বিবেচনা করে এই সেক্টরের মালিক শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। 

বুধবার এক বিবৃতিতে সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, লকডাউনের কারণে পরিবহন সেক্টরে নিয়োজিত চালক-শ্রমিকরা দীর্ঘদিন যাবত কর্মহীন অবস্থায় রয়েছে। দীর্ঘদিন আয় রোজগার বন্ধ থাকায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। দেশের ইতহাসে দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় শ্রমিক পরিবারগুলোর প্রতি সহায়তার হাত বাড়ানোর জন্য পরিবহন মালিকদের প্রতি তারা অনুরোধ জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন