বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রমজানে মিসরে জামাতে ইফতার ও নামাজ নিষিদ্ধ

রয়টার্স | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

মিসরে করোনা মহামারী ছড়িয়ে পড়ার কারণে আসন্ন রমজানের সমস্ত কার্যক্রম এবং জামাতে ইফতার স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটি। মিসরের ইসলামিক অনুদান মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের সামাজিক দূরত্ব সংক্রান্ত নির্দেশনা অনুসারে, দেশটি যে কোনও সমাবেশ এবং জামাতে ইফতারের পাশাপাশি সব ধরনের সম্মিলিত সামাজিক কর্মকান্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
ঐতিহ্য অনুসারে মুসলমানরা পবিত্র রমজান মাসে মসজিদ ও আশেপাশের জায়গাগুলিতে দরিদ্রদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। করোনা মহামারীর কারণে এবার তা বন্ধ থাকবে। এ বছরের ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া রমজানে মুসলিম সমাবেশ, তারাবীর নামাজ, একসাথে ইফতার বা খাবার খাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে। মন্ত্রণালয় আরো জানায়, এ নিষেধাজ্ঞাটি মসজিদগুলিতে রমজানের শেষ ১০ দিনের ইতিকাফের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
রয়টার্সের এক সমীক্ষা অনুসারে প্রায় ১০ কোটি মানুষের দেশ মিসরে ১ হাজার ৩শ’ জনেরও বেশি করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং এ পর্যন্ত ২শ’ ৫০ জনেরো বেশি মৃত্যুবরণ করেছে।
এর আগে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার জন্য মিসর গত মাসে মসজিদ এবং গীর্জা করার নির্দেশ দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন