বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প.বঙ্গের পাহাড়ি জঙ্গলে আগুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

ভারতের পশ্চিমবঙ্গের একটি পাহাড়ি জঙ্গলে আগুন লেগেছে। এ ঘটনায় বহু বন্যপ্রাণী মারা যাওয়ার আশঙ্কা করছেন সেখানকার কর্মকর্তারা। এদিকে, আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। খবর নিউজ ১৮-এর। জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ি জঙ্গলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। দাউদাউ করে জ্বলছে টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে। এতে বহু বন্যপ্রাণী পুরে মরে যাওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। আবার অনেকে মনে করছেন, এখনই আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে সেটি স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, কয়েকদিন ধরেই বাংলার এই শুশুনিয়া পাহাড়ি জঙ্গলে আগুন দেখা যাচ্ছিল। আজ বুধবার সেটি দাউদাউ করে জ্বলে ওঠে। তারা আরও জানিয়েছেন, গোটা পাহাড়ে আগুন ছড়িয়ে পড়েছে। পাহাড় জুড়ে আগুন দেখে বহু মানুষ ভিড় জমিয়েছেন শুশুনিয়া পাহাড়ের নিচে। এলাকায় পৌঁছে গিয়েছেন দমকলকর্মীরা। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। মনে করা হচ্ছে, জঙ্গলের শুকনো পাতায় ঘষা লেগেই আগুন ছড়িয়েছে। ধীরে ধীরে ভয়াবহ আকার নিচ্ছে এই আগুন। নিউজ এইটিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন