শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অর্ধশত সদস্যের পাশে ডিরেক্টরস গিল্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৯:২৩ পিএম | আপডেট : ১১:৪৫ পিএম, ৯ এপ্রিল, ২০২০

টেলিভিশন পর্দার নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’। করোনা মোকাবিলায় সংগঠনটি থেকে নাটকের সকল ধরনের শুটিং বন্ধ রাখা নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ঘর বন্দি অবস্থায় আছেন পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। এ অবস্থায় করোনার আঘাতে ক্ষতিগ্রস্থ স্বল্প আয়ের অর্ধশত নির্মাতার পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

বর্তমান সংকটের কারণে কয়েকজন নাট্য নির্মাতা সাংগঠনিক সহযোগিতা চেয়েছিলেন। সংগঠনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) প্রাথমিকভাবে ৫০ জন পরিচালকের বাসায় ‘ডিরেক্টরস গিল্ড গিফট হ্যাম্পার’ (২০ দিনের বাজার সুবিধা) পাঠানো হয়েছে। এমনটি নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি সালাউদ্দিন লাভলু।

সালাউদ্দিন লাভলু বলেন, কলাকুশলীদের সহযোগিতার জন্য ১ লক্ষ টাকা আন্তঃসাংগঠনিক তহবিলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর এফডিসিতে উৎসবমুখর পরিবেশে ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বারের মতো সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সালাউদ্দিন লাভলু ও এস এ হক অলিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন