শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হটলাইনের সময় বৃদ্ধি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনা পরিস্থিতিতে পোল্ট্রি, মৎস্য ও ডেইরি খাতের সংকট মোকাবেলায় গঠিত নিয়ন্ত্রণ কক্ষের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত উক্ত সময়সীমা বৃদ্ধি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

গতকাল বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গত ৩ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কন্ট্রোল রুম পরিচালিত হয়ে আসছে। কন্ট্রোল রুমের মাধ্যমে পোলট্রি, মৎস্য ও ডেইরি খাতে উদ্ভ‚ত সমস্যা তথা দুধ, ডিমসহ পোল্ট্রি ও ডেইরি পণ্য ও খাদ্য পরিবহন, বিপণনসহ এ সংক্রান্ত সমস্যা হটলাইনের (হটলাইন নম্বর-০২ ৯১২২৫৫৭) মাধ্যমে তাৎক্ষণিক সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন