শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে আরও ২ করোনা রোগী শনাক্তঃ আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ৬:৫৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জে আরও দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ১৩জনে। এদু’জনের জনের একজন পুরুষ এবং অন্যজন নারী। তাদের একজনের বাড়ি শাক্তা ইউনিয়নের ঝাউচর গ্রামে এবং অন্যজনের বাড়ি একই ইউনিয়নের বামনশুর গ্রামে।কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন আজ শুক্রবার(১০এপ্রিল) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন।এদিকে প্রতিদিনই কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে করোনা রোগীর সংখ্যা শনাক্ত হওয়ায় সাধারন মানুষের মাঝে চরম আতংক ও উৎকন্ঠা দেখা দিয়েছে। বৃহস্পতিবার(৯এপ্রিল) শুভাঢ্যা ইউনিয়নে ২দুইজন ও কোন্ডা ইউনিয়নে ১জন করোনা রোগী শনাক্ত হয়। বুধবার(৮এপ্রিল) কালিন্দী ইউনিয়ন থেকে ১জন এবং জিনজিরা ইউনিয়ন থেকে মা-ছেলেসহ ২জন শনাক্ত হয়।সোমবার(৬এপ্রিল) দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা পুর্বপাড়া দেওয়ান বাড়ি এলাকা থেকে ১জন এবং জিনজিরা ইউনিয়নের জিনরিাবাগ ও চর রঘুনাথপুর এলাকা থেকে ২জন শনাক্ত হয়। শনিবার(৪এপ্রিল) জিনজিরা মডেল টাউন থেকে ১জন করোনা রোগী শনাক্ত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন