বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শিল্পী ও কলাকুশলীদের পাশে টেলিভিশনের চার সংগঠন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনার এই দুর্যোগে ছোট পর্দার চার সংগঠন এক প্ল্যাটফর্মে এসে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়য়িছে। প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও নাট্যকার সংঘ—এই চারটি সংগঠন ইতোমধ্যে ৪৯২ জনকে আর্থিক সহায়তা দিয়েছে।

নাট্যজন মামুনুর রশিদের উপস্থিতিতে এই সহায়তা দেওয়া হয়। এ সময় প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিনয় শিল্পীসংঘের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংগঠনটি জানায়, করোনায় শুটিং বন্ধ হয়ে যাওয়ার পরই চারটি সংগঠন নিয়মিত তাদের মধ্যে যোগাযোগ করে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছিল। তারই উদ্যোগ হিসেবে এই আর্থিক সহায়তা দেওয়া হলো। জানা যায়, প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ডস, অভিনয় শিল্পীসংঘ ও নাট্যকার সংঘ মিলে ৫ লাখ টাকার ফান্ড তৈরি করেছে। তারা ছাড়াও আরও ১২টি সংগঠনের উদ্যোগে অসচ্ছল সদস্যদের টাকা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রোডাকশন বয়, লাইট অ্যাসিস্ট্যান্ট, মেকআপ আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের এগুলো দেওয়া হয়। সংগঠনগুলো থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিল্পী ও কলাকুশলীদের পাশে থাকবে তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন