শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ইদলিবে তুরস্কের আরেকটি সেনা বহর

তুর্কি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসায় এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনাভাইরাস মোকাবেলায় তুরস্কের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। তিনি বলেন, কোনো ভাইরাস, কোনো প্রাদুর্ভাব তুরস্কের চেয়ে শক্তিশালী নয়। আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাই এক পতাকাতলে সমবেত হয়েছি, এটা সারা বিশ্বের জন্যই মহামারী। বুধবার মাস্ক ও করোনাভাইরাস প্রতিরোধী বিভিন্ন সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, আমাদের দেশের সবাই ঐক্যবদ্ধভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। সারা বিশ্বই এখন করোনাভাইরাসে আক্রান্ত। আমাদের দেশের সবাই আবারও প্রমাণ করেছে বিপদে কীভাবে নিজেদের ঐক্যবদ্ধ করতে হয়। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, তুরস্কে এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮১২ জন মানুষ। এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষকে করোনা টেস্ট করানো হয়েছে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৮৪৬জন মানুষ। এদিকে, করোনার থাবায় গোটা বিশ্ব যখন টালমাটাল অবস্থায় তখন সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে আরও একটি সামরিক বহর পাঠাল তুরস্ক। সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতির ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তি করা সত্তে¡ও তুরস্ক এই ব্যবস্থা নিল। এর আগেও কয়েক দফায় ইদলিবে সেনাবহর পাঠায় তুরস্ক। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা এবং যুদ্ধ পর্যবেক্ষণকারী গ্রুপ ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, তুরস্কের এই সামরিক বহরে অন্তত ২৫টি গাড়ি ছিল। বহরটি বৃহস্পতিবার বিকালে তুরস্কের কার্ফ লুজিন সীমান্ত ক্রসিং দিয়ে সিরিয়ার ভূ-খন্ডে প্রবেশ করে। সিরিয়ার ইদলিবে এর আগে যেসব সেনা মোতায়েন করা হয়েছে নতুন এ বহর তাদের সঙ্গে যুক্ত হয়েছে বলে জানা গেছে। আনাদোলু, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন