রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণগুলো সংরক্ষণ করতে ইউনিয়ন-পর্যায়ের মন্ত্রী ও রাখাইন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট। সরকারের একটি কমিশন এসব অভিযোগ তদন্ত করে। প্রেসিডেন্টের দফতর জানায়, এই নির্দেশের লক্ষ্য হলো ফৌজদারি তদন্তে সহায়তা এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা। কেউ প্রমাণ নিশ্চিহ্ন করে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘জাতিগত নিধন’ অভিযানের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তখন মিয়ানমার বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনে জাতিসংঘের সংস্থা। এই বাহিনীর বিরুদ্ধে নির্বিচারে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ আরো বহু ধরনের নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে। দ্য ইরাবতী, এসএএম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন