শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীতে প্রবাসী পরিবারে উদ্বেগ উৎকণ্ঠা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

প্রবাসী অধ্যূষিত নোয়াখালীতে কয়েক লাখ পরিবার স্বজনদের নিয়ে চরম উদ্বেগ উৎকন্ঠার মধ্যে সময় পার করছে। একমাত্র ইসরাইল ব্যতীত বিশ্বের প্রতিটি দেশে নোয়াখালীর কয়েক লাখ অধিবাসী জীবন জীবিকার তাগিদে অবস্থান করছে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় প্রতি মুহূর্তে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে প্রবাসীদের পরিবার পরিজন চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নোয়াখালীর প্রায় ৩০ হাজার পরিবার স্থায়ীভাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এছাড়া রুটি রুজির তাগিদে কয়েক লাখ বিদেশে অবস্থান করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এসব প্রবাসীর আয়ের উপর গোটা পরিবার নির্ভর করছে।

প্রবাসীর সঠিক সংখ্যা জনশক্তি কর্মসস্থান ব্যুরো কিংবা কারও কাছে নেই। বৈধ অবৈধভাবে বিদেশ পাড়ি দেয়ায় সঠিক তথ্য কারও থেকে পাওয়া যাচ্ছে না। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, নোয়াখালীর প্রায় ৪ লাখ অধিবাসী বিদেশ অবস্থান করছে। নোয়াখালীতে স্বজনরা প্রতি মুহূর্তে তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছেন। প্রবাসে স্বজনদের সুস্বাস্থ্য কামনায় অনেকে নফল নামাজ, কোরআন খতম, নফল রোজা রাখা ও দান খয়রাত করছেন। উল্লেখ্য, নোয়াখালীতে প্রবাসীরা প্রতিমাসে প্রায় শতকোটি টাকার অধিক প্রেরণ করে থাকে। ফলে প্রবাসীদের কল্যাণে নোয়াখালীতে জীবন যাত্রার মান বৃদ্ধি পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন