শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোলার মাটিতে খুনি মাজেদের দাফন করতে দিব না -এমপি মুকুল

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৩:২৩ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টন(বরখাস্ত)আব্দুল মাজেদের লাশ ভোলায় ঢুকতে দেওয়া হবেনা বলে ঘোষণা দিয়েছেন ভোলা-২(দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল। শনিবার বেলা ১২ টা ৫৫মিনিটে নিজের ফেসবুক ওয়ালে এ সংক্রান্ত একটি পোষ্ট দেন তিনি। তিনি লিখেন,‘বিশ^ মানবতার ‘মা’, ১৮ কোটি বাঙালীর অহংকার,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণঃ
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি, কুখ্যাত নরপিশাচ, ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ক্যাপ্টেন মাজেদকে গ্রেফতারের পর আমরা করোনা ভাইরাসের কারণে উল্লাস প্রকাশ করতে পারিনি। মহামান্য রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক এই খুনির সাধারণ ক্ষমা ঘোষণা বাতিলের মধ্য দিয়ে তার ফাঁিসর রায় কার্যকরে আর কোন বাধা নেই। ’ এমপি মুকুল তাঁর ফেসবুক পোষ্টে লিখেন, ‘আমি দৃঢ়তার সাথে বলতে চাই-খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার মৃতদেহ যেন ভোলায় পাঠানো না হয়। যেহেতু এই খুনির গ্রামের বাড়ি আমার নির্বাচনী এলাকায়, সেহেতু তার মরদেহ ভোলায় পাঠানো হলে করোনা পরিস্থিত উপেক্ষা করে হলেও আমি নিজে তা প্রতিহত করবো। আমি বেঁচে থাকতে ভোলার মাটিতে ঘৃণ্য নরপশু মাজেদকে দাফন করতে দিব না।’ প্রসঙ্গত ১৫ আগস্টের পর এই খুনি মাজেদ ভোলায় নারকীয় হত্যাকান্ড চালায়। বহু পরিবার আজও জানেনা তাদের স্বজনদের ভাগ্যে কি ঘটেছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন