বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নকল হ্যান্ড স্যানিটাইজার

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

যশোর শহরের লোহাপট্টিতে শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানা আবিস্কার করেছেন। আদালত কারখানা মালিক মোহাম্মদ আলী জিন্নাহকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধার করেন ৭০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার। কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। নির্দেশ দেয়া হয়েছে উদ্ধার হওয়া স্যানিটাইজার ধ্বংসের।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে দেখা যায়, তিষা ট্রেডিং কোং নামে প্রতিষ্ঠানটির কারখানায় নকল ৭০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছে। স্যানিটাইজার তৈরির জন্য তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই। ট্রেড মার্ক ও ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই। সূত্র জানায়, এ স্যানিটাইজার মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। করোনাভাইরাস সংক্রমণের এ সময়ে এ ধরনের তৎপরতা গর্হিত অপরাধ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন