শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সংসদের বাজেট অধিবেশন ফের বসছে আজ

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ১৬ দিন মুলতবির পর আজ রোববার বিকেলে ফের শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের একাদশ (বাজেট) অধিবেশন। বিকেল সাড়ে ৫টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১ জুন এ অধিবেশন শুরু হয়। পরে ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৬-১৭ অর্থ-বছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন। ওই দিন অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থ-বছরের সম্পূরক বাজেটও পেশ করেন। গত ৩০ জুন সংসদে নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০১৬-১৭ অর্থ-বছরের বাজেট পাস করা হয়। বাজেট পাসের দিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংসদের অধিবেশন ১৭ জুন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংসদের চলতি অধিবেশন আগামী ২৮ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন