শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জাতীয় ঐক্য ছাড়া সন্ত্রাস বন্ধ সম্ভব নয় : ড. কামাল হোসেন

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সময়ের প্রয়োজনে সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল জাতীয় প্রেসক্লাবে গণফোরামের স্থায়ী পরিষদের সভা থেকে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, আমরা ভেবেছিলাম আত্মঘাতী হামলা ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে ঘটছে। বাংলাদেশ এর থেকে মুক্ত। কিন্তু গত ১ জুলাই ঢাকার কূটনৈতিক এলাকা গুলশান ও ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জে হামলার পর সেই ধারণা পাল্টে গেছে। বর্তমানের এই জাতীয় দুর্যোগ মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। তাই সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার ও নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে আহ্বান জানাচ্ছি। জাতীয় দুর্যোগ মোকাবিলা সকলের অংশগ্রহণ ছাড়া সম্ভব না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, প্রধানমন্ত্রীর মুখে আরও হামলার আশঙ্কা খুবই আতঙ্কের। আমি তার কথাকে গুরুত্ব দিচ্ছি। যেহেতু আরও হামলার হুমকি আছে সেহেতু কোনো কারণে ১০ দিন, ১ মাস বা ২ মাস পর দৃষ্টি ঘোরানো যাবে না। আমাদের দেশের মিডিয়াসহ সবার মধ্যে একটি প্রবণতা রয়েছেÑএকটি ঘটনার পর অন্য একটি ঘটনা ঘটলে সবার দৃষ্টি ঘুরে যায়। আগেরটার আর কোন খবর রাখে না কেউ। তিনি বলেন, আমি দীর্ঘ দিন শিক্ষকতা করেছি কিন্তু একজন ছেলেকে কিভাবে মগজ ধোলাই করতে হয় জানতে পারিনি। অথচ এখন একটি গ্রুপ কিভাবে যুবকদের মগজ ধোলাই করে ফেলছে। কিভাবে কি বলে তারা এদের এভাবে বোঝাচ্ছেÑআমার খুব জানতে ইচ্ছা করে, কোন ধর্মের দোহাই দিয়ে তারা বোঝাচ্ছে।
কামাল হোসেন বলেন, এই জাতীয় দুর্যোগ মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। তাই আমরা ইতিবাচকভাবে সকল জনগণের ঐক্য চাই। মানবাধিকার সংগঠন, নারী সংগঠনসহ সকল শ্রেণী-পেশার মানুষকে জাতীয় ঐক্যে এগিয়ে আশার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এই দুর্যোগ মোকাবিলায় বহুদলীয় গণতন্ত্র কার্যকরী করার ব্যাপারে আরও চিন্তা করার সময় এসেছে। সরকার ও বিএনপির জাতীয় ঐক্যের ডাকের বিষয়ে বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পেলে আমরা স্থায়ী পরিষদ সদস্যরা বসে সিদ্ধান্ত নেব সেখানে যাব কিনা। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন