বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে সেই ত্রাণ চোর চেয়ারম্যান বরখাস্ত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৫:০৪ পিএম

করোনা পরিস্থিতিতে হতদরিদ্রদের জন্য দেয়া ত্রাণ চুরি ও অনিয়মের দায়ে চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগ সমর্থিত সেই চেয়ারম্যানকে অবশেষে বরখাস্ত করা হয়েছে।
রোববার হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আবছারকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন তাকে বরখাস্ত করার বিষয়টি দৈনিক ইনকিলাবকে নিশ্চিত করেছেন।
ত্রাণ চুরির দায়ে ইউনিয়নের আটজন সদস্য প্রথমে তার বিরুদ্ধে অনাস্থা দিয়ে তাকে বরখাস্ত করতে ডিসি বরাবরে আবেদন করেন। এরপরেও তার ত্রাণ চুরি থামেনি।
ইউনিয়নের হতদরিদ্র শতাধিক মানুষকে ডেকে এনে তাদের হাতে ত্রাণের বস্তা ধরিয়ে ছবি তোলার পর ত্রাণ কেড়ে নিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন আওয়ামী লীগের এই নেতা।
বঞ্চিত এবং প্রতারিত এসব অসহায় মানুষ টিএনওর সরকারি বাসায় গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দেন। এরপর ওই চেয়ারম্যানকে এসব অভিযোগের জবাব দিতে নোটিশ দেয়া হয়।
তবে তিনি সন্তোষজনক কোন জবাব দিতে পারেননি। করোনা মহামারীর দুঃসময়ে ত্রাণ চুরিতে পারদর্শী এ চেয়ারম্যানকে বরখাস্ত করার ঘটনায় এলাকায় আনন্দের বন্যা বইছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
SHIFOL IsLAM ১৩ এপ্রিল, ২০২০, ১২:১৫ এএম says : 0
এরকম চেয়ারম্যানকে করুনর আর ওখানে পাঠিয়ে দেন
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন