শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৫০০ বার সরি

হিন্দুস্থান টাইমস | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

লকডাউনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে গঙ্গা নদীর তীরে আরাম করছিলেন ১০ বিদেশি। তাদেরকে শাস্তি হিসাবে উত্তরাখন্ড পুলিশ কাগজ-কলমে লেখানো হল, ‘আমি লকডাউন ভেঙেছি। ক্ষমাপ্রার্থী’। এক বার বা দু’বার নয়। কমপক্ষে ৫০০ বার ওই কথাগুলো লিখতে হয়েছে। সাদা কাগজে লেখার পরই তুলে দিতে হয়েছে পুলিশের হাতে।
পুলিশ বলছে, এই বিদেশিরা ইসরাইল, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশের। গঙ্গা নদীর তীরে ঋষীকেশের তপোবন এলাকায় এই ঘটনা ঘটেছে। গত শনিবার দুপুরেই লকডাউন ভঙ্গকারী বিদেশিদের এমন নজিরবিহীন শাস্তি দেয় তেহরি গাঢ়ওয়াল জেলার মুনি কী রেতি থানার পুলিশ।
তপোবন পুলিশ চেকপোস্টের ইনচার্জ বিনোদ কুমার সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ওই বিদেশিদের কাছে এরকম লকডাউন ভেঙে ঘুরে বেড়াচ্ছেন কেন? এমন প্রশ্ন করতেই তারা উত্তর দেন, ‘সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত লকডাউন অনেকটাই শিথিল থাকে। তাই আমরা এখানে এসেছি।’
তাদেরকে বলা হয়, ‘শিথিল হওয়ার অর্থ সাধারণ মানুষ যাতে খুব জরুরি জিনিসপত্র কেনার জন্য বের হতে পারেন। তারপরই আমার এক সহকর্মীকে ৫০-৬০টি সাদা কাগজ দিতে বলি। আর সেখানেই ওই বিদেশিদের ৫০০ বার ‘আই এ্যাম সরি’ লেখার নির্দেশ দেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন