শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৬০ কোটি টাকা চেয়েছে সুপ্রিম কোর্ট বার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৪৯ পিএম

করোনা ধকল মোকাবেলায় আইনজীবীদের জন্য ৬০ কোটি টাকা বরাদ্দের আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট বার। গতকাল রোববার আইনমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে এ আবেদন জানানো হয়। আবেদনে বারের সভাপতি অ্যাডভোকেট এ.এম. আমিন উদ্দিন এবং বিদায়ী সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষর করেছেন।
আবেদনে তারা বলেন, করোনার কারণে দেশের বিদ্যমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বন্ধ রয়েছে।
বিজ্ঞ আইনজীবীরা কোনো কাজ করতে না পারায় কঠিন অবস্থার মধ্যে দিন যাপন করছেন। আইনজীবীরা কোর্ট ফি প্রদানের মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আইনজীবীদের কঠিন অবস্থা কাটিয়ে ওঠার লক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অন্যান্য আইনজীবী সমিতির সদস্যদের কল্যাণার্থে সরকারের তহবিল থেকে ৬০ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন। তাই আপনার (আইনমন্ত্রী) মাধ্যমে এই অর্থ বরাদ্দ দেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন