শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় সেনাবাহিনীর নামে ভুয়া ফেসুবুক আইডি খোলায় যুবক গ্রেফতার

বগুড়া ব্যুারো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৬:০৪ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর নামে ভূয়া ফেসবুক আইডি খুলে সাধারণ জনগনকে বিভ্রান্ত করার অভিযোগে সাইবার পুলিশ বগুড়া ইউনিট এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সিয়াম হোসাইন (২০) বগুড়ার গাবতলী উপজেলার জাগুলি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।
বগুড়া সিআইডির সাইবার পুলিশ সেন্টার সাইবার মনিটরিংকালীন “বাংলাদেশ সেনাবাহিনী” নামে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পায়। এরপর তারা প্রাথমিক অনুসন্ধান শেষে বগুড়া জেলা পুলিশকে জানায়। সাইবার পুলিশ সেন্টারের প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে সাইবার পুলিশ বগুড়ার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে একটি দল রবিবার রাতে বগুড়া জেলার গাবতলী থানাধীন জাগুলি গোলাপাড়া গ্রামে আসামী সিয়ামের বাড়ীতে অভিযান করে সিয়াম কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত সিয়াম বিভিন্ন সময় তার নিজস্ব ডিভাইস এর মাধ্যমে নিজের পরিচয় গোপন রেখে প্রতারণার আশ্রয় নিয়ে সামরিক বাহিনীর নামে পোস্ট দিয়ে আসছে। আসামীকে গ্রেফতারের পর তার কাছে থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন