শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সেবা পাচ্ছেন না রোগীরা

ফরিদপুর জেনারেল হাসপাতাল

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনাভাইরাস আতঙ্কের কারনে ফরিদপুর জেনারেল হাসপাতালে কোন চিকিৎসা সেবাই পাচ্ছেন না রোগীরা। গত পনের দিন ধরে হাসপাতালটিতে নেই কোন স্বাস্থ্যসেবা। বিভিন্ন স্থান থেকে রোগীরা হাসপাতালটিতে আসলেও তারা কোন চিকিৎসা সেবা পাচ্ছেন না। হাসপাতালের বেশীর ভাগ চিকিৎসকই হাসপাতালে না থাকার কারণে চিকিৎসা সেবার সঙ্কট চলছে বলে জানান নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালটির কয়েক কর্মচারী।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ১শ’ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী সঙ্কট রয়েছে। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের কারনে হাসপাতালটিতে নেই কোন রোগী। গত কয়েকদিন ধরে হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক অনুপস্থিত রয়েছে। ফলে দুর-দুরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে চরম হতাশা নিয়ে বাড়ী ফিরে যাচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে রোগীরা সেবা নিতে হাসপাতালটিতে আসলেও চিকিৎসকদের চেম্বার বন্ধ রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা রোগী ও তাদের স্বজনেরা অপেক্ষা করার পরও মিলেনি চিকিৎসকদের। এসময় অনেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। শহরের ভাজন ডাঙ্গা থেকে চিকিৎসা সেবা নিতে এসেছিলেন আছিয়া বেগম । তিনি তার শিশু পুত্রকে নিয়ে হাসপাতালে আসলেও কোন সেবা না পেয়ে চলে যান। একই অবস্থা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীদের। হাসপাতালটিতে চিকিৎসকদের দেখা না মিললেও কয়েকজন চিকিৎসকের রুমে দেখা গেছে কমিউনিটি ক্লিনিক ও বেসরকারী ম্যাটসের মেয়েদের। তারাই রোগীদের অভিযোগ শুনছেন। চিকিৎসকদের বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা জানান, স্যারেরা হাসপাতালেই আছেন। বাস্তবে তাদের দেখা মেলেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন