শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জঙ্গিবাদের বিরুদ্ধেও মাদক বিরোধী জোট

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : সন্ত্রাসবাদসহ সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানিয়েছেন মাদকবিরোধী জোটের নেতা-কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় মাদকবিরোধী জোটের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভায় ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মাদকবিরোধী জোটের আহবান’ শীর্ষক এক আলোচনা সভা সাভার বাজার বাসস্ট্যান্ডে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহŸান জানিয়ে মাদকবিরোধী জোটের সভাপতি মিঠুন সরকার সভার আনুষ্ঠানিকতা শুরু করেন।
প্রধান অতিথি মাদকবিরোধী জোটের কেন্দ্রীয় পরিষদের অন্যতম উপদেষ্টা ও স্বাধীনতা সাংবাদিক পরিষদ (স্বাসাপ) এর আহŸায়ক বরুণ ভৌমিক নয়ন। প্রধান বক্তা সাভার মডেল থানার এএসপি মো: মাহবুবুর রহমান বলেন, বিশেষ অতিথি এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক ডা. ফরিদা হক, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সেলিম আহেমদ, পোরাবাড়ী সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক রমজান আহমেদ, বার্ডের পরিচালক মিতুল হায়দার ও অনলাইন পত্রিকা সিএনআই-এর ব্যবস্থাপনা সম্পাদক তোফায়েল হোসেন তোফাসানি। সভায় আরো উপস্থিত ছিলেন, মাদকবিরোধী জোটের সহ-সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক বেণু রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখার সভাপতি আসিফ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সনজিৎ সরকার উজ্জ্বল। এছাড়া বিভিন্ন গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন