বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দৌলতখানে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৯ বস্তা চাল জব্দ , আটক-২

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৫:৩০ পিএম

ভোলার দৌলতখানে খাদ্য বান্ধব কর্মসূচির ৩৯ বস্তা ( প্রতি বস্তায় ৩০ কেজি) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার(১৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলার রহমান অভিযান চালিয়ে চরখলিফা ইউনিয়নের কলাকোপা ৩ নং ওয়ার্ডের মিঝি বাড়ির মুদি ব্যবসায়ী জুয়েলের বসতঘর থেকে এসব চাল উদ্ধার করেন। এসময় ব্যবসায়ী জুয়েল(৩৫) ও তার ভাই কচি(৩০) কে আটক করা হয়েছে। আটক দুই ব্যক্তি ওই বাড়ির আবু তাহেরের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি (১০ টাকা কেজি) এসব চাল স্থানীয় এক ডিলারের কাছ থেকে চাল ক্রয় করে বাড়িতে মজুদ করেছে ওই ব্যবসায়ী। ইউএনও জীতেন্দ্র কুমার নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দলিলউদ্দিন খায়ের হাট এলাকায় অভিযান চালিয়ে এক বাড়ি থেকে ৩৯ বস্তা চালসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন