শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুনামগঞ্জের ছাতকের নামদামপুরের পারিবারিক কবরস্থানে দাফন হচ্ছে ডা: মঈনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৫:৪৪ পিএম

সুনামগঞ্জের ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে সমাহিত করা হবে করোনা আক্রান্তে নিহত মানবিক ডাক্তার মঈন উদ্দিনকে। মঙ্গলবার ভোরে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. মঈন। দুপুরে তার মরদেহ নিয়ে ছাতকের উদ্দেশ্যে রওয়ানা করেছেন পরিবারের সদস্যরা। রাতেই ছাতকের উত্তর বাড়ির পাশে সমাহিত কওে জানানো হবে শেষ বিদায়। স্বাস্থ্য অধিদপ্তর, সিলেটের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, সংক্রমনের ঝুঁকি থাকায় করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ দূরে নিয়ে না যাওয়ার নির্দেশনা রয়েছে। তবে ডা. মঈনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ভাইরাস যাতে না ছড়াতে পারে এজন্য বিশেষভাবে প্যাকেটজাত করে ও জীবানুনাশক দিয়ে তার মরদেহ আনা হয়। ছাতক উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল বলেন, ডা. মঈনের মরদেহ আসার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গত ৫ এপ্রিল সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত রোগী হিসেবে সনাক্ত করা হন এই চিকিৎসক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন