শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাউফলে ত্রাণের চালসহ মহিলা মেম্বার গ্রেফতার

এক মাসের কারাদণ্ড প্রদান

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৫:৫০ পিএম

ত্রাণের চাল চুরির ঘটনায় কেশবপুর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার লিপি বেগমকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুর রহমান বালী। আজ বুধবার দুপুর ২ টায় তাকে এ দন্ড প্রদান করা হয়।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বাউফলের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুর রহমান বালী ওই দিন দুপুরে কেশবপুর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার লিপি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৫ বস্তা ত্রানের চাল উদ্ধার করেন। এসময় তাকে গ্রেফতার করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। লিপি বেগম কেশবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপিত।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন