শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গৌরনদীতে সরকারী চাল বিতরণ অনিয়মের অভিযোগে এক ইউপি সদস্যকে অর্থদণ্ড

গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৭:৩২ পিএম

উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি মধ্যদিয়ে বুধবার সকালে বরিশালের গৌরনদীকে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি মূল্যের চাল কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খাঞ্জাপুর, বার্থী, চাঁদশী, মাহিলাড়া, নলচিড়া ও সরিকল ইউনিয়নের বিভিন্নস্থানে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রমের কঠোরভাবে পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজীন।

পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজীন জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণ কার্যক্রমের অনিয়ম রুখতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। খাঞ্জাপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের সদস্য হেলেনা বেগমকে সরকারী আইন অমান্য করে একজনের কার্ড আরেকজনকে দেয়ায় তাকে দুইশ’ টাকা জরিমানা করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, করোনা ভাইরাস আতংকের মধ্যেও এক নারী মাদারীপুর থেকে গৌরনদীতে বাবার বাড়ি বেড়াতে আসার চেষ্টা করলে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন