শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টেস্ট কিট কিনতে অযথা বিলম্বের দাবি রাহুলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনা রুখতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রথম থেকেই তার দাবি ছিল, বেশি করে করোনার পরীক্ষা করাতে হবে। এক একটি এলাকা ধরে যত বেশি কোভিড ১৯ পরীক্ষা হবে তত বেশি আক্রান্তের সংখ্যা জানা যাবে, ও তাদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যাবে। ফলে সংক্রমণের আশঙ্কাও কমবে বলেই মত সোনিয়া পুত্রের। তবে সরকারের তরফ থেকে প্রতিটি রাজ্যে পৌঁছচ্ছে না যথেষ্ট পরিমাণে টেস্ট কিট। আর তাতেই আটকে থাকছে র‌্যাপিড ও র‌্যান্ডাম টেস্ট করার প্রক্রিয়া। এদিন ফের রাহুল গান্ধী টুইট করে আক্রমণ করেন কেন্দ্রকে, “কেন্দ্রীয় সরকার অযথা করোনার টেস্ট কিট কিনতে বিলম্ব করছে। এখনও পর্যন্ত দেশে প্রতি লক্ষ ভারতীয়ের মধ্যে মাত্র ১৪৯ জনের করোনা পরীক্ষা করা হচ্ছে। যা অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট কম। আর সেটাই উদ্বেগের।” তবে দেশের সকল রাজ্যগুলির মধ্যে র‌্যাপিড ও র‌্যান্ডাম টেস্টের দিক থেকে এগিয়ে কেরল। কেরলের রাস্তায় তৈরি করা হচ্ছে করোনা কিসস্ক। এছাড়াও র‌্যাপিড ও র‌্যান্ডাম টেস্টের মাধ্যমে কেরলে সংক্রমিতদের খোঁজার চেষ্টা চলছে। ফলে দেশে প্রথম করোনা আক্রান্তের সন্ধান কেরলে পাওয়া গেলেও দ্রুত এই মারণ ভাইরাসের সঙ্গে মোকাবিলা করে সুস্থ হচ্ছেন কেরলের বাসিন্দারাই। সংবাদ প্রতিদিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন