শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ওআইসিভুক্ত দেশগুলোকে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৮:২৮ পিএম

করোনা সংকট মোকাবেলায় ওআইসিভুক্ত দেশগুলোকে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এরই মধ্যে বাংলাদেশে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের বলেছি, আপনাদের দেশ এ সংকট মোকাবেলায় এগিয়ে আসতে পারে।

তিনি বলেন, ওআইসি একটি বড় প্লাটফর্ম। সকল দেশ যদি একটি অর্থ সহায়তা ফান্ড ক্রিয়েট করে তবে সেটা সমষ্টিগত ভাবে সবার জন্য কল্যাণকর হবে। আমরা এমন একটি ফান্ড গঠন করতে পারলে বড় পরিসরে সংকট মোকাবিলা করতে সক্ষম হবো।

মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতরা এর আগে বাংলাদেশে ৬ টন খাদ্য সহায়তা প্রদান করেছেন। একই ভাবে ওআইসিভুক্ত দেশগুলো এ সংকট মোকাবেলায় যে ভূমিকা রাখতে পারে সেটি আমরা প্রস্তাব করেছি।

গত সপ্তাহে করোনাভাইরাস নিয়ে সৌদি আরবের জেদ্দায় ওআইসিভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের মধ্যে জরুরি অনলাইন সভা হয়েছে। সভায় ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর স্বাস্থ্যসেবা বাড়ানোর বিষয়টি আলোচিত হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন