মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাবা-মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ডা. মঈন উদ্দিন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৮:৫৯ পিএম

বাবা- মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার রাত সাড়ে টায় তার গ্রামের বাড়ি ছাতক উপজেলার নাদামপুর গ্রামে দাফন করা হয় তার। মরহুমের জানাযার নামাজের ইমামতি করেন মাস্টার ইসরাফীল আহমদ। জানাজায় ৬জন মানুষ অংশ নিতে পেরেছিলেন। দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির। এর আগে ঢাকার লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষ থেকে ডা. মঈন উদ্দিনকে গোসল দেয়া এবং মরদেহে কাফন পরানো হয় বলেও জানা গেছে। ওই চিকিৎসকের লাশ ঢাকায় দাফনের সিদ্বান্ত গ্রহণ করা হলেও পরিবারের ইচ্ছায় সিদ্বান্ত পরিবর্তন হয়ে এখন গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা চুড়ান্ত করা হয়। এর আগে সিলেটে করোনা আক্রান্ত প্রথম রোগী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আজ বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ত্যাগ করেন শেষ নি:শ্বাস ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন