বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এই ঘটনা বিশ্বশান্তির জন্য হুমকি : রাশিয়া

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি ও সেনা অভ্যুত্থান প্রচেষ্টা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এ অবস্থায় সহিংসতা এড়িয়ে দেশের সাংবিধানিক কাঠামোর আওতায় চলমান সমস্যা সমাধানের জন্য মস্কো গত শনিবার তুর্কি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে। তুরস্কের সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পর দেয়া এ বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটির ঘটনবলীতে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন। দেশের সংবিধানের প্রতি সম্মান দেখাতে তুরস্কের সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। গত শুক্রবার সন্ধ্যার দিকে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা শুরু হয়। ইস্তাম্বুল শহরের বসফোরাস প্রণালীর ওপর দুটি ব্রিজে ট্যাংকের অবস্থান গ্রহণের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয় এবং অন্তত ২৬৫ জনের প্রাণহানির মধ্য দিয়ে এর শেষ হয়েছে। সেনা অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত সন্দেহে ২,৮৩৯ সেনাকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে বহু উঁচু পর্যায়ের সেনা কর্মকর্তা রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন