বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ধর্ম দর্শন

সফরনামা : শিখধর্মের দেশে

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

সেরহিন্দ স্টেশনে পা রাখতেই একরকম হুড়োহুড়ি লেগে গেলো যাত্রীদের মাঝে- কে কার আগে নামতে পারে! অন্যদের এড়িয়ে ধীরে ধীরেই এগোলাম বেরোবার পথে। ‘স্টেশন থেকে আরও আধঘণ্টার পথ দরগাহ।’ দেওবন্দ থেকে ফোনে এক বন্ধু জানালো তখন। সিএনজি মিলে গেলো বাইরে কদম ফেলতেই। জনপ্রতি বিশরুপি ভাড়া। দাম কষাকষির জোঁ নেই এ রাজ্যে। পাঞ্জাব শিখঅধ্যুষিত এলাকা। মুসলমানদের খাতিরদারি তেমন নেই বললেই চলে। ভয়-ডরে দেহখানা আসনে গেড়ে বসতেই ছুটে চললো সিএনজিটি। শিখধর্ম একটি সর্বেশ্বরবাদী ভারতীয় ধর্ম। পনেরোশো শতাব্দে ভারতীয় উপমহাদেশের এ অঞ্চলে গুরুনানক ধর্মটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে শিখগুরুদের মাধ্যমে এই ধর্ম প্রসার লাভ করে। তাদের সর্বশেষ গুরু হলো ধর্মগ্রন্থ ‘সাহিব’।

পথে পথে শিখ আর শিখ নজরে ভাসলো। বড় বড় গোঁফ, উঁচু উঁচু রঙিন পাগড়ি- অন্যরকম মনে হলো। আসলে শিখধর্ম বিশ্বের পঞ্চম বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী। সারাবিশ্বে এদের অনুগামীর সংখ্যা প্রায় তিন কোটি। পাঞ্জাবিভাষায় শিখধর্মের অনুগামীদের বলা হয় ‘শিখ’। যার বাংলা হলো ‘শিষ্য’। এরা ঈশ্বরে বিশ্বাস, মানব-মানবে ভেদাভেদহীন, ধর্ম-মতের বৈষম্যরেখাহীন, সাম্য-সমতায় বিশ্বাসী। পথের দু’ধারে নজর আটকালো হঠাৎ। দেখা মিললো শিখধর্মের অসংখ্য গুরুদ্বারার। সঙ্গে সাইনবোর্ডে লেখা পাঞ্জাবি হযবরল ভাষা। সহায়ক ভাষা হিসেবে কোথাও হিন্দি, কোথাও বা ইংরেজির মহরত। ‘আমরা যেমন ইবাদত করি, শিখরা তেমন উপসনা করেন, কীর্তন শোনেন, প্রার্থনা করেন; সকাল-সন্ধ্যে দু’বেলায়ই। আমাদের ইবাদতঘরের নাম মসজিদ, ওদের গুরুদ্বারা। মসজিদে যেমন ইমাম থাকেন, গুরুদ্বারায়ও তেমনি গুরু থাকেন।’ পাশের সিটের ভদ্রলোক থেকে এসব শুনে এগোতে এগোতেই চালকবাবু হঠাৎ ব্রেক কষে বসলো। মাথা বরাবর একটি সাইনবোর্ডও চোখে পড়লো। ইংরেজিতে লেখা ‘দরগাহ শরিফ’। একজন বললো-‘হাম আ গায়ে হে জী! উতরে।’ ভাড়া মিটিয়ে নেমে পড়লাম সবাই।
কাঁধের ব্যাগ গোছাতেই নাক বরাবর পড়লো বড় বড় উর্দু হরফ। লেখা ‘কুতুবে রাব্বানি মুজাদ্দিদে আলফে সানি (রহ.) কা রওজা শরিফ।’ এর ডানেই মোটা দাগে লেখা আয়াতুল কুরসি। বিড়বিড় করে পাঠ করতে করতে ঢুকলাম বড় আবেগে। হাঁটছি আর হাঁটছি। একে একে পেরোতে হচ্ছে ফটকের পর ফটক। প্রধান গেট পেরিয়ে সামনে এলো আরও দুটো ছোট দরোজা। প্রতিটার চারপাশেই ভবন, বাংলোয় ঘেরা মনোরম পরিবেশ। দেখতেও বেশ জমকালো। প্রথম ফটকের দু’পাশে রয়েছে শিখধর্মের অফিস কার্যালয়। সামনেও শিখদের বড় একটি গুরুদ্বারা নজরে এলো। আর দ্বিতীয় ফটকের দু’পাশে রয়েছে শ’খানেক কামরার দুটো ইমারত। প্রতিটির দরোজায় ভিন্ন ভিন্ন নম্বর লাগানো।
তৃতীয় ফটকের সামনেই সুবিশাল জামে মসজিদ। ক’জনকে দেখলাম নামাজ পড়ে বেরোতে। অনেককে আবার দেখা গেলো পাশের অজুখানায় অজু সারতে। হাতের দু’পাশেই জমকালো দুটো বাংলোয় চোখ আটকালো। জানতে পারলাম মুজাদ্দিদে আলফে সানি (রহ.)-এর বংশধরের নিবাস এটি। পূর্ব-দক্ষিণে রয়েছে আরও একটি ভবন। হাতের ইশারায় ভেতরে যেতে বললো একজন। রাজ দেখতে এগোলাম অন্দরে। দেখলাম বড় একটি কামরা। ওপরে লেখা ‘লঙ্গরখানা’। ভেতরে সাজানো বড়সাইজের পঞ্চাশটি নিচুটাইপ টেবিল। দু’পাশেই বসার জন্য বেশ কয়েকটি বিছানা পাতা। একসঙ্গে চারশোজনের খাবার খাওয়ার সুশৃঙ্খল ব্যবস্থা। সবাই বসে খাবার খাচ্ছে দেখলাম। এককোণে গিয়ে দাঁড়াচ্ছে একে একে। আরেকজন খাবারে ভর্তি প্লেট হাতে ধরিয়ে দিচ্ছে। খাবার বলতে মুগডাল, দেহরাদুঁ চালের ভাত; সঙ্গে চাপাতি রুটি। ‘খাবারের পুরো ব্যবস্থা মাজার কর্তৃপক্ষের। বছরে একবার অল ইন্ডিয়া পীর পর্ষদের ওরস হয় এখানে। দূরদূরান্ত থেকে লোক আসেন। আর্থিক সহায়তা করেন। আর বাকি অর্থ এদের জমি-ক্ষেত থেকে আসে। সারাবছরই এখানে মুফতে থাকা-খাওয়া মেলে।’ জানালো এক ভদ্রলোক।
খাবার শেষে এসে দাঁড়ালাম মসজিদের সামনে। পূবে লেখা ‘এন্ট্রিঘর’। কথা বললাম একজন পাঞ্জাবির সঙ্গে। রাতে থাকতে হলে আইডি দেখিয়ে কামরা নিতে হবে। কম্বল, বিছানা ফ্রিতেই মিলবে। আরও অজানা সব কানুন, সিস্টেম জানালো সে। রাতে সব সামান ঠিকঠাক হেফাজতে রাখতে হবে, একজনে সাবধান করলো। চুরিও হয়ে যেতে পারে বলে ভয়ও দেখালো খানিকটা। সাবধানবাণী শুনে এগোলাম কামরার পথে। বিশাল এলাকা। কামরা খোঁজা বড় মুশকিল। টানা মিনিট বিশেক এদিক-ওদিক ছোটাছুটি করলাম। মিললো না। অবশেষে একজনকে জিজ্ঞেস করলাম। পেছনদিকের আরেকটি ভবনের বি-সাইড দেখিয়ে দিলো সে। কদম কয়েক ফেলেই মিললো কামরা। স্বস্তির নিঃশ্বাস ফেললাম শেষমেষ। রাত তখন বেশ গড়িয়েছে। আর তেমন কিছু দেখা হলো না। হলো না হজরতজির কবর জেয়ারত করা। দোয়া-দরুদ পড়ে ঘুমরাজ্যে হারিয়ে গেলাম।
ভোরে চোখ যখন খুললো, তখন ফজরের জামাত আরম্ভ হবার উপক্রম। তড়িঘড়ি অজু সেরে শামিল হলাম জামাতে। নামাজ শেষে আবার ছুটলাম গুরুদ্বারায়। অভিনব অনেক কিছু দেখে দরগাহে ফিরতেই সূর্যটা বেশ রাঙিয়ে উঠেছে। হাতঘড়িতে তখন বেলা সাড়ে ন’টা। নাশতা সেরে বেরোলাম মাজার শরিফ ঘুরে দেখতে। গোটা দরগাহে সবমিলিয়ে নজরে পড়লো পনেরোটি ভবন, বাংলো। এর মাঝে তিনটে রয়েছে বেশ জমকালো। দেখার মতোন অনেকটা। অনেককে দেখলাম এপাশ-ওপাশ করতে। বসে বসে কোরআন পাঠ করছে কেউ বা। নানাজনে জিকিরেও সময় গড়াচ্ছে আশপাশে। হজরতের মাকবারা রয়েছে মসজিদের আরও পূর্ব-উত্তরে। অজুখানার পাশেই সমাধিক্ষেত্রের প্রধান ফটক। ওপরে দেখলাম বেশকিছু সতর্কবাণী- নারীদের ভেতরে যাওয়া নিষেধ, বাচ্চাদের সঙ্গে নেবেন না, ইত্যাদি। কে শোনে কার কথা! প্রধান ফটক টপকাতেই দেখলাম নারীদের বহর। হজরতের সমাধিক্ষেত্রে ঢোকার আগেই চারপাশে রয়েছে অজানা ত্রিশটে কবর। সেগুলোর ওপর আগরবাতি জ্বালাচ্ছিলো তারা। নজর আটকালো গম্বুজেঘেরা আলাদা একটি ঘরে। গেটে লেখা হজরতজির নাম। অতি আগ্রহে কদম রাখলাম ভেতরে। এখানেও চোখে পড়লো মা-বোনদের। কোরআন শরিফ হাতে বসে রয়েছে তারা। কেউ বা তাবিজ, জলের বোতল, তেলের শিসি নিয়ে কবরের পাশে যাবার প্রস্তুতিও নিচ্ছে। ভিড় ঠেলে এগোলাম সামনে। দেখলাম ক’জন দু’হাত তুলে প্রার্থনা করছে। হজরত মুজাদ্দিদে আলফে সানি (রহ.)-এর কাছে, নাকি মহান রাব্বে কারিমের দরবারে! হেঁড়ে মাথায় ঢুকলো না কিছুই। একে একে লাইন পেয়ে গেলাম। প্রাণভরে সালাম দিলাম ভেতরে ঢুকে।সুরা ফাতিহা, চার কুল, আয়াতুল কুরসি পাঠ করলাম চোখ বুজে বুজে। (চলবে)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন