বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দেশে ফিরলেন ৭৭ বাংলাদেশি

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

ভারতে চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে গিয়ে আটকেপড়া আরো ৭৭ বাংলাদেশি যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন। বুধবার সকাল ৯ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত এ যাত্রীরা বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করে। ভারত ফেরত যাত্রী সুনীল দাস বলেন, তিনি প্রায় দুই মাস চেন্নাই শহরে চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন। সে দেশের চেন্নাই শহরে তার মত আরো অনেক বাংলাদেশী চিকিৎসা নিচ্ছে বলে তিনি জানান।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, আজ ৭৪ জন যাত্রী দেশে ফিরেছেন। তবে এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার লাশ এসেছে। গত ৬ তারিখ থেকে আজ পর্যন্ত দুই জনের লাশ দেশে এসেছে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, গত ৬ তারিখ থেকে এ পর্যন্ত ৪৭৭ জন পাসপোর্টযাত্রী ভারত থেকে দেশে এসেছেন। এদের সকলকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসব যাত্রীদের বেনাপোল পৌর বিয়ে বাড়ি ও যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার গাজির দরগাহ নামে একটি মাদরাসায় রাখা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন