শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এক মাসে দুইবার প্রসব, তিন সন্তানের জন্ম

মামাস ল্যাটিনাস : | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

যশোরে একটি সন্তান প্রসবের ২৬ দিন পর আরও দুটি সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। মা ও শিশুরা সুস্থ আছে। দুটি জরায়ুর কারণে এটা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। শিশুদের মা আরিফা সুলতানা ইতি জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের সুমন বিশ্বাসের স্ত্রী।
সুমন জানিয়েছেন, গত ২৫ ফেব্রæয়ারি তার স্ত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার একটি অপরিণত ছেলেসন্তানের জন্ম হয়। তবে চিকিৎসায় সে সুস্থ হয়। এর ২৬ দিন পর ইতি অসুস্থ হলে ২২ মার্চ তাকে যশোরের আদ-দ্বীন হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারে তার একটি ছেলে ও মেয়েশিশুর জন্ম হয়।
আদ-দ্বীন হাসপাতালের গাইনি বিভাগের প্রধান শিলা পোদ্দার সিএনএনকে বলেন, ‘এখানে আনার পর আলট্রাসনোগ্রাফিতে দেখতে পাই তার জরায়ু দুইটা। আগে একটা জরায়ু থেকে একটি শিশুর জন্ম হয়েছে। আমাদের এখানে দ্বিতীয় জরায়ু থেকে দুটি সন্তানের জন্ম হয়েছে।’ তিনি বলেন, ‘এটি একটি বিরল ঘটনা। আমি এই প্রথম এ ধরনের কেস দেখলাম। এর আগে আমি এমন ঘটনা দেখিনি এবং শুনিওনি।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
সাকা চৌধুরী ১৭ এপ্রিল, ২০২০, ১:২৯ এএম says : 0
এটা গত বছরের ফেব্রুয়ারির নিউজ। এত পুরনো নিউজ চালাই দিলেন ।
Total Reply(0)
রাকিবউদ্দিন ১৭ এপ্রিল, ২০২০, ১:২৯ এএম says : 0
সর্বশক্তিমান আল্লাহ তায়ালা যেমনটা চেয়েছেন। সুবহানাল্লাহ
Total Reply(0)
তোফাজ্জল হোসেন ১৭ এপ্রিল, ২০২০, ১:৩০ এএম says : 0
সবই আল্লাহ তায়ালার ইচ্ছা। মা ও সন্তানদের সুস্থতা কামনা করছি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন